ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া সীমান্ত থেকে ৬৭০টি শাড়ি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
কলারোয়া সীমান্ত থেকে ৬৭০টি শাড়ি উদ্ধার

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬৭০টি শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শাড়িগুলো উদ্ধার করা হয়।

তবে, এসময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি।

সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বিজিবির একটি দল লাঙ্গলঝাড়া সীমান্তে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে শাড়ি ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে পরিত্যক্ত অবস্থায় শাড়িগুলো উদ্ধার করা হয়।

উন্নতমানের শাড়িগুলোর দাম প্রায় ১২ লাখ টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ‌১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।