মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়ার বড়রিয়া বাজার সংলগ্ন সেচ খালের পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
মহম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সকালে খালপাড়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫