নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মুক্তিযোদ্ধা নূর হোসেন হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত ও জেলা দায়রা জজ আদালতের (প্রথম আদালত) বিচারক মামুনুর রশিদ এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নূর মোহাম্মদ আলী ওরফে নূরা, আহাম্মদ আলী, দিল মোহাম্মদ দিলা, আঃ কাইউম, সালাম, ইকবাল হোসেন, সফর আলী ও মোহর আলী। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদের সকলের বাড়ি সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকাতে।
নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পিপি এম এ রহিম জানান, ২০০২ সালের ২০ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের মৌচাকের নিজ বাড়ি থেকে মুক্তিযোদ্ধা নূর হোসেনকে ডেকে নিয়ে তাকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা করেন। ২৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন আদালত।
বাংলাদেশ সময় : ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫