ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদবদ্রব্যসহ উদ্ধার করেছে ৠাব।  

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করে ৠাব-৫ এর একটি দল।



অভিযানে হেরোইন, ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।

ৠাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোরে রাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ৭০০ গ্রাম হেরোইন, ৮২০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার কর‍া হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। একটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।