রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদবদ্রব্যসহ উদ্ধার করেছে ৠাব।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে এ অভিযান পরিচালনা করে ৠাব-৫ এর একটি দল।
অভিযানে হেরোইন, ফেনসিডিল ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
ৠাব-৫ এর রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর্জা গোলাম সারোয়ার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোরে রাজশাহীর পবা উপজেলার কসবা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার, ৭০০ গ্রাম হেরোইন, ৮২০ বোতল ফেনসিডিল ও ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। একটি ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫