কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে রাহেনা খাতুন (৩৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছেন তার মানসিক ভারসাম্যহীন স্বামী মাসুদ ভূঁইয়া (৪০)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে বাহাদিয়া গ্রামের মাসুদ ও কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের সুতালড়িরচর গ্রামের রাহেনার বিয়ে হয়। তিন বছর ধরে মাসুদ মানসিক ভারসাম্যহীন। প্রায়ই তিনি স্ত্রীকে মেরে ফেলার হুমকি দিতেন। বুধবার রাতে রাহেনা নামাজ পড়ছিলেন। এসময় মাসুদ কাঠ দিয়ে সজোড়ে রাহেনার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরদিন সকালে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ব্যাপারে মামলা দায়ের করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫