সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে মদ ও বিয়ারের চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সীমান্তের পশ্চিম কালাইরাগ এলাকা থেকে এসব মাদকদ্রব্য আটক করে বিজিবি ৫ ব্যাটালিয়নের কলাইরাগ সীমান্ত ফাঁড়ির সদস্যরা।
ফাঁড়ির হাবিলদার মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, অভিযানে ১১৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
জব্দকৃত মদ-বিয়ারের মূল্য ১ লাখ ৮৩ হাজার ৫শ’ টাকা হবে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬,২০১৫