ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পেশাজীবীদের নতুন সংগঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
পেশাজীবীদের নতুন সংগঠন ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিজয়ের মাস মার্চের প্রথম দিন রোববার (১ মার্চ) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ৯২টি পেশাজীবী সংগঠনকে নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মুক্তিযোদ্ধা পেশাজীবী জনতা ঐক্যমঞ্চ’ নামের একটি সংগঠন। সংগঠনটির মূল নেতৃত্বে থাকবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।



রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে পেট্রোলবোমা, সন্ত্রাস, নৈরাজ্য, মানুষ হত্যা, শিক্ষাব্যবস্থা, পরিবহন ও সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এবং সমৃদ্ধি ধারাবাহিকতা রক্ষায় দেশব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের নাম প্রকাশ করা হয় ।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ও বিশিষ্ট অর্থনীতিবিদ খালেকুজ্জামান।

এছাড়া  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান (বীরবিক্রম), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারসহ  শিক্ষক, সাংবাদিক, লেখক, ডাক্তার, কৃষক, আইনজীবী, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান, বীরবিক্রম।

হরতাল-অবরোধের নামে দেশব্যাপী নৃশংস হত্যাকাণ্ডে শঙ্কিত জনগোষ্ঠীকে পুনঃজাগরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ করা, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জোর প্রচারণা চালিয়ে পেশাজীবী ও জনগণকে রাজপথে নামতে উদ্ধুদ্ধ করাই সংগঠনটির মূল উদ্দেশ্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদী রাজনীতির বিরুদ্ধে সবশ্রেণির মানুষকে রাজপথে নামাতে  বিভাগীয় সম্মেলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরণে ৮মার্চ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যানকে আহবায়ক করে সংগঠনটি ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।