সাভার (ঢাকা): বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারের পর হাসপাতালে নিয়ে আসা পরিচয়হীন অচেতন বৃদ্ধা নারীর পরিচয় পাওয়া গেছে।
রোববার (১ মার্চ) সকালে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনর্চাজ নাছির উদ্দিন প্রিয় স্বজনদের হাতে তুলে দেন পরিচয়হীন ওই বৃদ্ধাকে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাসস্ট্যান্ডে মাথায় আঘাত পেয়ে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই নারী। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধার স্বজনদের খুঁজে পেতে গণমাধ্যমের সহায়তা চাইলে বিভিন্ন গণমাধ্যমে বৃদ্ধাকে নিয়ে সংবাদ প্রচার করে। এরই ধারাবাহিকতায় রোববার সকালে নাটোর জেলার সিংগাইর থানার ইটালি গ্রাম থেকে বৃদ্ধার ছেলে রমিজুল ইসলাম এনাম মেডিকেলে এসে অসুস্থ মা শাহারজানকে খুঁজে পান।
ঢাকায় বসবাসরত রমিজুল ইসলাম বাংলানিউজকে জানান, গত সোমবার নাটোর থেকে বৃদ্ধা শাহারজান ঢাকায় তার বাসায় আসার সময় ভুলক্রমে সাভার বাজার বাসস্ট্যান্ডে নেমে পড়েন। এ সময় সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখানে কর্তব্যরত পুলিশ তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মাকে পেয়ে গণমাধ্যম ও এনাম মেডিকেল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রমিজুল।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫