ঢাকা: আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
রোববার (১ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত।
এসময় তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। তারা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া উভয়ই দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বলেন, মার্কিন রাষ্ট্রদূত সব প্রকার বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত রাখবে। এসময় তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্পিকার বলেন, সব নীতিমালা ও আইন নারী সংবেদনশীল করে নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে উদ্যেগ নিয়েছে বাংলাদেশ।
তিনি বলেন, নারী ক্ষমতায়ন শুধু শহরাঞ্চল নয়, বরং তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে গ্রামাঞ্চলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়েছে। নারী অধিকার সমুন্নত রাখা এবং জেন্ডার সমতা নিশ্চিতকরণে বাংলাদেশ নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে। আইন প্রণয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।
স্পিকার বলেন,‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অর্জনে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল। নারী শিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি প্রদানের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
তৈরি পোশাক খাত বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সেক্টর উল্লেখ করে শিরীন শারমিন বলেন, নারীরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এই সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাই সরকার তাদের সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান, আবাসিক সুযোগ সুবিধাসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করে চলেছে।
এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ক্যাথলিন জিবিলিসকো উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫