ঢাকা: মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন/দলের বিচারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন’১৯৭৩ সংশোধনের খসড়া প্রস্তাব আগামী সোমবারের (২ মার্চ) মন্ত্রিসভায় উঠছে না। তবে পরের সোমবারের (৯ মার্চ) বৈঠকে উঠতে পারে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ডেপুটি প্রসিকিউটর জেমস স্টুয়ার্ডের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে জমা দেওয়া হয়েছে। তবে ২ মার্চ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে আইনটি উঠছে না। আগামী ৯ মার্চ আইনটির সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় উঠতে পারে।
বৈঠকে আলোচনার বিষয়ে আইনমন্ত্রী বলেন, জেমস স্টুয়ার্ডের সঙ্গে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আলেচনা হয়েছে। যাদের বিচার হচ্ছে একাত্তরের তারা কী করেছিলেন, সে বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে।
পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনা হবে
মানবতাবিরোধী অপরাধে দণ্ড পাওয়া পলাতক পাঁচ আসামিকে কবে নাগাদ ফিরিয়ে আনা হবে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, শিগরিই তাদের ফিরিয়ে আনা হবে।
আইন মন্ত্রণালয় থেকে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত ১৭ মামলায় দণ্ড পাওয়া ১৮ জনের মধ্যে পাঁচ আসামি পলাতক রয়েছেন। ওই পাঁচ জনকেই ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু করে সরকার। তবে এসব আসামিদের মধ্যে আবুল কালাম আজাদ বাচ্চু রাজাকারের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। অন্য চারজনের অবস্থান স্পষ্ট হলেও আইনি পদ্ধতি মেনেই দেশে ফিরিয়ে আনতে হবে সরকারকে।
গত ২৪ ফেব্রুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বাংলানিউজকে জানিয়েছিলেন, আমরা চেষ্টা করছি, দ্রুত ফিরিয়ে আনার। তাদের ফিরিয়ে আনার চেষ্টার মাধ্যমগুলো এখনই আমরা বলতে পারবো না। তবে আইনি পদ্ধতি পালন করেই তাদের ফিরিয়ে আনা হবে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫