ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেশবপুরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
কেশবপুরে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও অর্থ সহায়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ঢেউটিন ও অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (০১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেওয়া হয়।



এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ রায়হান কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক চম্পা, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা প্রমুখ।
 
এ সময় জেলা প্রশাসক শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মধ্যে তিন হাজার টাকার চেক ও বাড়ি করার জন্য তিন বান করে ঢেউটিন বিতরণ করেন।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি রাতে ব্যাপক শিলা বৃষ্টিতে উপজেলার কেশবপুর, পাঁজিয়া ও সুফলাকাটি ইউনিয়ন এবং যশোরের মণিরামপুর উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।