সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে এক গ্রাম গাঁজাসহ মো. রবিনুল ইসলাম ওরফে রিটু (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার বাঙালি নদীর ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিনুল উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর মণ্ডলপাড়ার মৃত সোনা মণ্ডলের ছেলে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঙালি নদীর ফেরিঘাট এলাকা থেকে এক গ্রাম গাঁজাসহ রবিনুলকে আটক করে পুলিশ।
পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫