ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সারিয়াকান্দিতে হেরোইনসেবীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
সারিয়াকান্দিতে হেরোইনসেবীর কারাদণ্ড

সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় হেরোইন সেবনের দায়ে ছোটন মিয়া (২৪) নামে এক যুবককে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১ মার্চ) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল মাহমুদ এ আদেশ দেন।



ছোটন মিয়া সারিয়াকান্দি পৌরসভার মণ্ডল বাড়ী এলাকার ডা. বি এম তাজুল ইসলামের ছেলে।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, রোববার সকাল ৯টার দিকে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে হেরোইন সেবন করছিলেন ছোটন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হেরোইন সেবনরত অবস্থায় তাকে আটক করে।

দুপুর ১২টার দিকে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত তাকে চার মাসের কারাদণ্ডাদেশ দেন।

ইউএনও অফিসের সহকারী মো. কায়েম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।