ঢাকা: ব্লগার-লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবীকে আটক করেছে র্যাব।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার (২ মার্চ) সকালে ফারাবীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ।
ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু দিন ধরেই অভিজিৎকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন ফারাবী।
বইমেলায় বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র প্রবাসী অভিজিৎ রায়-রাফিদা আহমেদ বন্যা দম্পতি গত ১৬ ফেব্রুয়ারি দেশে আসেন। বুয়েটের সাবেক শিক্ষক অভিজিৎ পেশায় প্রকৌশলী আর বন্যা চিকিৎসক। বইমেলায় গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে একটি প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা ফিরছিলেন। পথে টিএসসি মোড়ে রাত সাড়ে ৯টার দিকে সন্ত্রাসীদের হামলায় ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত হয়ে বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বন্যা।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫