ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট ও দিনাজপুরে ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
জয়পুরহাট ও দিনাজপুরে ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ফাইল ফটো

জয়পুরহাট: জয়পুরহাট ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থান ও ট্রেনে তল্লাশি চালিয়ে ৩১ লাখ ৪৯ হাজার ৭৪০ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (১ মার্চ) সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৩ বিজিবি ব্যাটালিয়নের জয়পুরহাট বিওপির সদস্যরা সীমান্ত এলাকা ও ট্রেনে তল্লাশি চালিয়ে এসব ভারতীয় পণ্য আটক করে।



জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, বাইসাইকেল, জিরা, ক্লোফিমল সিরাপ, সেনেগ্রা ট্যাবলেট, নিমোসোলাইড ট্যাবলেট, শাড়ি, থ্রি-পিস, হরলিক্স।

এর মধ্যে জয়পুরহাট জেলায় জব্দ করা পণ্যের দাম ২৮ লাখ ৯১ হাজার ৫০০ টাকা ও দিনাজপুর জেলায় জব্দ করা পণ্যের দাম দুই লাখ ৫৮ হাজার ২৪০ টাকা।   

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।