সাভার (ঢাকা) : সাভারের দুইটি মাছের বাজারে অভিযান চালিয়ে প্রায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ মার্চ) বেলা ১১টায় সাভারে গেন্ডা পৌরসভা বাজার ও গেন্ডা বাজারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযানে সিনিয়র মৎস অফিসার সলিমুল্লাহসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জাটকা বিক্রি হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বাজার দুটিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিক্রি নিষিদ্ধ প্রায় পঞ্চাশ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাটকা স্থানীয় আলজামিয়াতুল আবাসিক মহিলা এতিমখানা ও মাদ্রাসা, জামিয়া আরাবিয়া ইসলামিয়া এতিমখানা ও দারুল জান্নাত মহিলা মাদ্রাস ও এতিমখানায় সমোহারে বন্টন করে দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা বাংলানিউজকে বলেন, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জাটকা রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রতিটি বাজারে জাটকা বিক্রি বন্ধে এ আভিযান পরিচালিত হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ১২৩৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫