ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হজ চুক্তি

এবার হজে যেতে পারবেন ১০১৭৫৮ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
এবার হজে যেতে পারবেন ১০১৭৫৮ জন ফাইল ফটো

ঢাকা: চলতি বছর হজ পালনে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন করেছে সরকার। চুক্তি অনুযায়ী, এবার হজে যেতে পারবেন এক লাখ এক হাজার ৭শ’ ৫৮ জন।


 
বৃহস্পতিবার (০৫ মার্চ) সৌদি আরবে সফররত ধর্মমন্ত্রী ও সেদেশের হজমন্ত্রীর সঙ্গে এ হজ চুক্তি হয়।
 
এ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, হজ চুক্তির জন্য ধর্মমন্ত্রী মতিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরব সফরে রয়েছেন। এবার হজ পালনে এক লাখ এক হাজার ৭শ’ ৫৮ জনের চুক্তি করা হয়েছে।
 
আনোয়ার হোসাইন আরও জানান, সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে ৯১ হাজার ৭শ’ ৫৮ জন হজ পালন করতে পারবেন।
 
ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক লাখ ২০ হাজারের মতো।
 
হজমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও বিভিন্ন বিষয়ে আরও কয়েকটি চুক্তি হবে বলে জানিয়েছেন এ তথ্য কর্মকর্তা।
 
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, হজ প্যাকেজের টাকার একটি অংশ জমা দিয়ে হজযাত্রীরা গত ০১ মার্চ পর্যন্ত নিবন্ধন কাজ সম্পন্ন করে। সৌদি আরবের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে টাকা জমা ও নিবন্ধনের সিদ্ধান্ত নেয় সরকার। বিগত সময়ে হজ চুক্তির পর হজের টাকা জমা নেওয়া হতো। এবার আগেই টাকা জমা ও নিবন্ধনের কাজ শেষ করা হয়েছে।
 
গত বছরের ০৮ ডিসেম্বর মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে তিন লাখ ৫৪ হাজার ৭শ’ ৪৫ টাকা। অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা খরচ হবে।
 
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২২ সেপ্টেম্বর (০৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।