ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নারীসহ আহত ৩

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
রাবিতে রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডে নারীসহ আহত ৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি রেস্টুরেন্টে চুলা বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারীহ রেস্টুরেন্টের তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে।



বৃহস্পতিবার (০৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, জাহেদা বেগম (৫২), ময়না খাতুন (৪০), ওয়াহিদ হোসেন (৩৫)। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ‘সিলসিলা’ নামে ওই রেস্টুরেন্টের মালিক দেলোয়ার হোসেন।

তিনি বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৬টার দিকে ওই রেস্টুরেন্টে সবগুলো চুলায় রান্না চলছিল। এসময় হঠাৎ পূর্বপাশের কেরোসিনের চুলা ফেটে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। এতে রেস্টুরেন্টের বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়।

এসময় আশেপাশে থাকা শিক্ষার্থী ও রেস্টুরেন্টের কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এতে তিন কর্মচারী আহত হয়। তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম মার্কেটের ওই রেস্টুরেন্টে হঠাৎ আগুন ছড়িয়ে পড়েছিল। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।