মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে গজারিয়ায় গরম তেল পড়ে মমিন মিয়া (২৬) ও সাইফুল ইসলাম (২৪) নামে দুই শ্রমিকের শরীর ঝলসে গেছে।
বুহস্পতিবার (০৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আনারপুরায় আধুনিক পেপার মিলে এ ঘটনা ঘটে।
আহত শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আধুনিক পেপার মিলের জেনারেল ম্যানেজার আব্দুল হক বাংলানিউজকে জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার কারখানায় কাজ করছিল শ্রমিকরা। বিকেল সাড়ে ৫টার দিকে অসাবধানতাবশত মেশিনে থাকা গরম তেল শ্রমিক মমিন ও সাইফুলের শরীরে পড়ে যায়। এতে তাদের শরীর ঝলসে যায়।
তাৎক্ষণিক উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
গজারিয়া থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) তাইজুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। তবে মিল কর্তৃপক্ষ থানা পুলিশকে কিছু জানায় নি।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫