মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ৫ কিলোমিটার এলাকাজুড়ে নাব্যতা সঙ্কট চরম আকার ধারণ করেছে। এর ফলে পদ্মার পানি এখন এ নৌরুটে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় ফেরি চলাচলে বিপর্যয় নেমে এসেছে।
অন্যদিকে পদ্মায় নাব্যতা সঙ্কটের কারণে নৌরুটে থাকা রো রো ফেরিসহ বড় বড় ফেরিগুলো পদ্মার তলদেশ ঘেঁষে চলাচল করছে। এতে নিজ গন্তব্যে যেতে ফেরি ও যাত্রী সাধারণের দীর্ঘ সময় লেগে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এসএম আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের কাঠালবাড়ি থেকে কাওড়াকান্দি ঘাট পর্যন্ত ৫ কিলোমিটার এলাকায় নাব্যতা সঙ্কট দেখা দিয়েছে। সেখানে এখন পদ্মার পানি সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।
তিনি জানান, পদ্মার তলদেশ ঘেঁষে চলাচল করায় ফেরির প্রপেলারসহ ইঞ্জিনের মারাত্মক ক্ষতি হচ্ছে। তারপরও নৌরুট চালু রাখতে ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছে।
অনেক সময় ধারণ সংখ্যার কম সংখ্যক যানবাহন নিয়ে ফেরিগুলো ছেড়ে যাচ্ছে।
বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা আরও জানান, নাব্যতা সঙ্কট ও সিঙ্গেল রুট দিয়ে ফেরি চলাচল করায় গন্তব্যে যেতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় বেশী লাগছে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫