নাটোর: নাটোরের নলডাঙ্গায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মীরহাম (২২) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মীর হাম তার এক আত্মীর বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার বানুরভাগ গ্রামে বেড়াতে যায়।
অভিযোগ পেয়ে বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার পাইকেরদোল গ্রাম থেকে বখাটেকে গ্রেফতার আদালতে পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত বখাটে য়ুবক নাটোর সদর উপজেলার পাইকোরদল গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়, বাসুদেবপুর ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ওই ছাত্রীর বাড়ি বানুরভাগ গ্রামে। বাড়িতে গোসলের সময় তার নগ্ন ছবি তোলে বখাটে মীরহাম।
এরপর থেকে প্রায়ই তাকে উত্যক্ত করত সে। পরে মোবাইলে ধারণ করা ওই নগ্ন ছবি দেখিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কথা বলে কুপ্রস্তাব দেয়।
বখাটের অত্যাচারের মাত্রা বেড়ে গেলে ছাত্রীটি ৪ মার্চ রাতে নলডাঙ্গা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ বখাটে মীরহামকে গ্রেফতার করে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক ইশরাত জাহান মুন্নী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) নাসির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫