রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত স্থানীয় ৩০ সাংবাদিকের হাতের কবজি কেটে নেয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মেয়রের নিজস্ব আদালতে বিচার হওয়ার জেরেই গত ২১ ফেব্রুয়ারি অপহৃত হওয়া শিশু সাদমান হোসেন আপন হত্যা হয়েছে- এমন অভিযোগে তার প্রতিক্রিয়া জানতে গেলে মেয়র ক্ষিপ্ত হয়ে উঠেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সাংবাদিকদের হুমকি দিয়ে মেয়র বলেন, কোনদিন এ বিষয়ে নিউজ করলে ৩০/৩৫ জন সাংবাদিকের দুই হাত কাইটা রাস্তায়-রাস্তায় ঝুলাইয়া দেওয়া হইবো।
মেয়রের এ ধরনের হুমকির প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে কর্মরত সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেন।
হাতের কবজি কেটে নেয়ার হুমকি ও সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশা স্থানীয় ৩০ সাংবাদিকের হাতের কবজি কেটে নেয়ার হুমকি দিয়েছেন অভিযোগে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন সাংবাদিকরা।
সাংবাদিকদের নিরাপত্তা দেয়া ও তদন্ত সাপেক্ষে মেয়রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।
এ বিষয়ে পৌর মেয়র দেওয়ান আবুল বাশার বাদশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫