আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক মনোজ সিংহ (২৫) এর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
কুমিল্লা জেলখানায় চিকিৎসাধীন অবস্থায় হাজতি মনোজের মৃত্যু হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া স্থলবন্দরের নোম্যান্সল্যান্ডে লাশ গ্রহণ করেন মনোজের পিতা মোহন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন- আখাউড়া স্থলবন্দর সীমান্তের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)’র কোম্পানি কমান্ডার মো. সফিকুল ইসলাম ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কোম্পানি কমান্ডার কৃষাণ কুমার।
আখাউড়া বিজিবি আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শফিকুল ইসলাম বাংলানিউজকে লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার হুমায়ুন কবির জানান, ভারতীয় নাগরিক মনোজ সিংহ গত বছরের ২২ জুলাই কুমিল্লা সীমান্তে টহলরত বিজিবির হাতে আটক হন। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের মামলায় তাকে কুমিল্লা জেল হাজতে (হাজতী নং- ৬৯৩২/১৪) পাঠানো হয়।
সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ ডিসেম্বর মনোজের মৃত্যু হয়।
নিহত মনোজ সিংহের বাড়ি ভারতের ফতেহপুর জেলার জাফরগঞ্জ থানার বাসন্তিখেরা গ্রামে।
বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫