ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় মা সমাবেশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
চান্দিনায় মা সমাবেশ

চান্দিনা (কুমিল্লা): ‘শিক্ষিত মা এক সুরভিত ফুল/ প্রতিটি ঘর হবে একটি স্কুল’ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চান্দিনা উপজেলার হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের প্রধান অভিভাবক মাদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।



হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোখলেছুর রহমান দুলু মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা কালী ভূষণ বক্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র আব্দুল মান্নান সরকার, পৌর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম কমিশনার, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীনসহ শিক্ষা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অভিভাবকদের যোগাযোগ, শিশুদের প্রতি মায়েদের করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।