দিনাজপুর : জেলার ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিব নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
তিনজন প্রার্থীর মধ্যে কাজিহাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে আশরাফুল ইসলাম ‘তালগাছ’ আওয়ামী লীগ নেতা মানিক রতন ‘টেবিল ফ্যান’ ও সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুস সাত্তার ‘অটোরিকশা’ প্রতীক পেয়েছেন।
প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই নির্বাচনী এলাকায় প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন।
১৯ মার্চ কাজিহাল ইউনিয়নের চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক মারা গেলে ওই পদটি শূন্য হয়।
বাংলাদেশ সময়: ০৬২৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫