ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনে ৪০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
তজুমদ্দিনে ৪০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্ট থেকে জব্দকৃত ৪০ লাখ টাকার মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড।  
 
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে এসব জাল পুড়িয়ে দেওয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
 
পুড়িয়ে দেওয়া জালের মধ্যে রয়েছে- পাঁচ লাখ টাকার মূল্যের চারটি বেহুন্দি জাল ও ৩৫ লাখ টাকার মূল্যের ৩৫ হাজার মিটার কারেন্ট জাল।
 
তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার ইব্রাহিম খলিল জানান, ইলিশের অভায়শ্রম রক্ষায় কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম বুধবার রাতে তজুমদ্দিনের মেঘনায় অভিযান পরিচালনা করে।  
 
সকাল পর্যন্ত মেঘনার শশীঘাট, চৌমুহনী, স্লুইজখাল, চেয়ারম্যান ঘাট ও রগ কাটার চর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট ও বেহুন্দি জাল জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
পরে, ভ্রাম্যমাণ আদালতের নিদের্শে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।