ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ধোলাইখালে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
ধোলাইখালে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ধোলাইখালের টঙ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধা ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।



শুক্রবার (০৬ মার্চ) রাত পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে মার্কেটে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। এরআগে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ সম্পর্কে বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

** ধোলাইখালে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।