যশোর: যশোরে উদীচী ট্রাজেডির ১৬তম বার্ষিকীতে মশাল প্রজ্জ্বলন ও প্রতিবাদী গানের মধ্যদিয়ে শহীদদের স্মরণ করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকেলে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে উদীচী শিল্পীদের প্রতিবাদী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে আলোচনা সভা শুরু হয়।
পরে সন্ধ্যা ৭টায় দশ শহীদের স্মরণে নির্মিত শহীদ স্মারকস্তম্ভে মশাল প্রজ্জ্বলন করা হয়। এসময় এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় যশোরের সাংস্কৃতিক, সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক চেতনায় বিশ্বাসী মানুষ বর্বোরচিত হত্যার বিচার চাইলেন।
এ সময় বক্তব্য রাখেন- যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, প্রবীণ রাজনীতিক কাজী আবদুস শহীদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুণ অর রশিদ, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলা, জেলা সিপিবি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুর রহমান মজুন, যশোর সাংবাদিকক ইউনিয়নের সভাপতি সাজ্জাদ গণি খান রিমন ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, বাসদের আহ্বায়ক হাচিনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫