ঢাকা: যুদ্ধাপরাধী কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার (০৬ মার্চ) বিকেল ৪টা থেকে মঞ্চের নেতাকর্মীরা প্রজন্ম চত্বরে অবস্থান নেন।
আপিল বিভাগ কর্তৃক যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা বহাল রাখার পর থেকেই মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে গণঅবস্থান কর্মসূচি পালন করে আসছে।
এদিন বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নিয়ে কামারুজ্জামানসহ সব যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের দাবিতে স্লোগান ও প্রতিবাদী গানের মাধ্যমে গণঅবস্থান কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চ। গণঅবস্থান থেকে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তি করে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানানো হয়।
সেই সঙ্গে ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার এক সপ্তাহ পার হয়ে গেলেও তদন্ত কাজে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন গণজাগরণ মঞ্চের নেতারা। তদন্ত প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তারা।
এরপর অভিজিৎ রায়কে যেখানে হত্যা করা হয়েছিল সেখানে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর মিছিল নিয়ে পুনরায় শাহবাগে ফিরে আসেন মঞ্চের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫