লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে ৫ম শ্রেণীর ছাত্রী শাবনূর (১৩) বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে বাল্যবিয়ে আয়োজন বন্ধ করা হয়।
শাবনূর উপজেলার নূরীয়া হাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী এবং রামগতি পৌরসভার পৌর ৯ নম্বর ওয়ার্ডের আসলাম তহসিলদার বাড়ির আবদুজ জাহেরের মেয়ে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আবদুজ জাহের তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করেন। এ খবর পেয়ে সেখানে গিয়ে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫