ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে সৈনিকলীগ নেতার হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
না.গঞ্জে সৈনিকলীগ নেতার হত্যা মামলা সিআইডিতে স্থানান্তর

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইর ওয়ার্ড সৈনিকলীগ সভাপতি মোখলেছুর রহমান হত্যা মামলা সিআইডিতে (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (০৬ মার্চ) পুলিশ মামলার নথিপত্র সিআইডির কাছে হস্তান্তর করে।



মামলার আগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ আহমেদ জানান, মামলায় ইতোমধ্যে কয়েকজনকে আটক কর‍া হয়েছে। বর্তমানে মামলাটি সিআইডি’র তত্ত্বাবধায়নে রয়েছে।

এদিকে পুলিশের কাছে মামলার তদন্তভার থাকাকালে ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিহতের পরিবার। তাদের অভিযোগ, আসামিদের সহযোগী অনেকেই প্রকাশ্যে চলাফেরা করলেও পুলিশ বিষয়টি নিয়ে তেমন গুরুত্ব দেয়নি।

ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার সৈনিকলীগ নেতা শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান নিখোঁজের ৫ দিন পর গত ২৪ জানুয়ারি সকালে স্থানীয় বেকারি মোড় এলাকার ভোলা হাজীর ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।