মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে কলেজছাত্রীকে অপহরণ সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নতুন মটমুড়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে।
আটক যুবকরা হলেন, উপজেলার চরগোয়ালগ্রামের মৃত ইয়ার আলীর ছেলে শরীফুল ইসলাম (৩০) ও একই গ্রামের হাসমত আলীর ছেলে স্যালো ইঞ্জিন চালিত আলগামন চালক আজম আলী (২৫)।
আহতদের গাংনী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে আটক দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে চরগোয়ালগ্রামের ফিসো মিয়ার কলেজ পড়ুয়া মেয়ে ববিতা খাতুন ও শরীফুল ইসলাম আজম আলীর আলগামনে চড়ে বামুন্দীর উদ্দেশে রওনা হয়। এসময় কলেজছাত্রী ববিতা খাতুন নওদা মটমুড়া এলাকায় নামার জন্য চালক আজম আলীকে দাঁড়াতে বলেন। কিন্তু আলগামনের শব্দে সে কথা শুনতে না পেয়ে চালক ওই এলাকা পার হয়ে চলে যান। এ সময় কলেজছাত্রী ববিতা খাতুন জোরে চিৎকার দিলে অপহরণ করা হচ্ছে সন্দেহে স্থানীয়রা আলগামনটি আটক করে চালকসহ ওই যাত্রীকে গণপিটুনি দেয়।
পরে গাংনী থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) শংকর কুমার তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যান।
ওসি আকরাম হোসেন জানান, বিষয়টি ভুল বোঝাবুঝি হতে পারে। তাই সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫