ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক ছবি: প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে তিন পুরিয়া হেরোইনসহ তামজিদ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে আটক করে।



আটক তামজিদ হোসেন গাংনী পৌর এলাকার ৩নং ওয়ার্ড চৌগাছা গ্রামের খেজমত আলীর ছেলে।

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন বাংলানিউজকে জানান, চৌগাছা গ্রামে হেরোইন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তামজিদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হেরোইন জব্দ ও তাকে আটক করা হয়।

মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে এসআই জানান।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।