মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে তিন পুরিয়া হেরোইনসহ তামজিদ হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টায় নিজ বাড়ি থেকে গাংনী থানা পুলিশ তাকে আটক করে।
আটক তামজিদ হোসেন গাংনী পৌর এলাকার ৩নং ওয়ার্ড চৌগাছা গ্রামের খেজমত আলীর ছেলে।
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) একরাম হোসেন বাংলানিউজকে জানান, চৌগাছা গ্রামে হেরোইন বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তামজিদ হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হেরোইন জব্দ ও তাকে আটক করা হয়।
মাদক আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে এসআই জানান।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫