ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণের দাবিতে বরিশালে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণের দাবিতে বরিশালে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সন্ত্রাস ও নিপীড়নমুক্ত শিক্ষাঙ্গণের দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১১টার দিকে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে সদর রোডে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সহ-সভাপতি দিপঙ্কর কুণ্ডুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শারমিন জাহান পপি, এ বি এম সিদ্দিক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।

মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।