ঢাকা: গ্রিন ক্লাইমেট ফান্ড বোর্ডের (জিসিএফবি) সভায় বিকল্প সদস্য হিসেবে স্বল্পোন্নত দেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
২৪-২৬ মার্চ জিসিএফবি সদর দপ্তর দক্ষিণ কোরিয়ায় নবম বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
এনবিআর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ’মোমেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় অনুদান ব্যবহার নীতিমালা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও জাতীয় সংস্থাসমূহ নির্বাচন বিষয়ের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হবে।
মোমেন জানান, ২০১০ সালে মেক্সিকোর কানকুনে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেইঞ্জ (ইউএনএফসিসিসি) আওতায় জিসিএফ গঠিত হয়।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কারণে মো. নজিবুর রহমান স্বল্পোন্নত দেশের প্রতিনিধি হিসেবে বোর্ড’র বিকল্প সদস্য নির্বাচিত হন।
মো. নজিবুর রহমান ওই সময় পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। এরইমধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডে ১০.২ বিলিয়ন মার্কিন ডলার সংগৃহীত হয়েছে।
বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশসমূহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় উক্ত ফান্ড হতে আর্থিক সহযোগিতা পাবে।
জলবায়ু পরিবর্তনের ফলে অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ উক্ত তহবিল হতে অর্থ (অনুদান) প্রাপ্তিতে অগ্রাধিকার পাবে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫