ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ব্যবসায়ী ছুরিকাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
সাভারে ব্যবসায়ী ছুরিকাহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে সেলিম শেখ (৩০) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে।

রোববার (২২ মার্চ) দুপুরে সাভারের রাজফুলবাড়ীয়া এলাকার পানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।



আহত ব্যবসায়ীর ভাই টুটুল বাংলানিউজকে জানান, এদিন দুপুরে সাভারের পশ্চিম ব্যাংকটাউন এলাকার নিজ বাড়ি থেকে সেলিম শেখকে মোবাইল ফোনে তার বন্ধু রনি ডেকে নিয়ে যান। এসময় কিছু বুঝে ওঠার আগে তার বন্ধুরা সেলিমকে হত্যার উদ্দেশ্যে পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যান।

তার চিৎকারে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া বাংলানিউজকে বলেন, ওই ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে আহত করার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।