ঢাকা: কুমিল্লা সীমান্ত থেকে আটক গোয়েন্দা পুলিশের (ডিবি) চার সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএএফ)।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে বুধবার (২৫ মার্চ) রাত পৌনে ১২টার দিকে প্রথমে উপ-পরিদর্শক (এসআই) মো. সবুজ ও কনস্টেবল সেলিমকে আহত অবস্থায় ফেরত দেয়।
পরে, বিজিবির সঙ্গে বিএসএফর বৈঠকের পর রাত পৌনে একটার দিকে এসআই আলমগীর ও তাপসকে ফেরত দেয় তারা। এ সময় কুমিল্লা ১০ বিজিবি সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিজিবি ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া ও কুমিল্লা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্জুর আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ফেরত আসা চার ডিবি পুলিশের মাথায় ও শরীরে আঘাত রয়েছে। তারা বর্তমানে কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।
সূত্র জানায়, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টায় কুমিল্লার জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা আশাবাড়ী গ্রামের পাশেই ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সনগর থানার রহিমপুর গ্রামের চোরাকারবারী আবদুল জলিলকে আটক করতে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) গাজী মাহবুবুর রহমান, সহকারী উপ পরিদর্শক (এএসআই) সবুজ, আলমগীর, কনস্টেবল সেলিম ও জাফরসহ সাত সদস্য তার বাড়িতে অভিযান চালায়।
গোয়েন্দা পুলিশ তাকে ধরতে সীমান্ত মেইন পিলার ২০৫৯ এর কাছে নোম্যান্সল্যান্ড পার হয়ে ভারতের ভেতর ওই গ্রামে প্রবেশ করে। তারা আবদুল জলিলকে হ্যান্ডকাপ পরায়। এ সময় তার সঙ্গে আরো দু’জনকে হ্যান্ডকাপ পরালে গ্রামবাসী গোয়েন্দা পুলিশদের ধরে মারধর করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফের সদস্যরা গোয়েন্দা পুলিশদের আটক করে তাদের হেফাজতে নিয়ে যায়।
এলাকাবাসীর ধাওয়ার সময় গোয়েন্দা পুলিশের অপর তিন সদস্য দৌড়ে দেশের অভ্যন্তরে চলে আসে।
এ ঘটনার পর তাদের উদ্ধার করতে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়। চোরাকারবারীকে আটক করতে ডিবি পুলিশ ওই এলাকায় যায় বিষয়টি জানাজানি হলে বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে রাতে আখাউড়া সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয় বিএসএফ।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫