সাভারের জাতীয় স্মৃতি সৌধ থেকে: মহান স্বাধীনতা দিবসে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপ।
বৃহস্পতিবার(২৬ মার্চ’২০১৫) সকাল পৌনে ১০টায় সাভারের জাতীয় স্মৃতি সৌধে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল(অব.)মাহবুব হায়দার খান, জিএম এএইচআর(পেপার সেক্টর) দেলোয়ার হোসেন, জিএম, সেলস(পেপার প্রডাক্টস) মাসুদুর রহমান, ডিজিএম(সেলস)কাজী ফজলে রাব্বি ওসমানী, ডিজিএম(এ অ্যান্ড এফ) পিজুরুল আলম খান, এক্সিকউটিভ(প্রেস)মাহমুদ হোসেন খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫।