ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ২০ দলীয় জোটের শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
গাজীপুরে ২০ দলীয় জোটের শোভাযাত্রা

গাজীপুর: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২০ দলীয় জোট গাজীপুরে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দলটি ওই কর্মসূচি পালন করে।



গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঝুমুর সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহ সেক্রেটারি হোসেন আলী, ছাত্রশিবির গাজীপুর মহানগর সভাপতি সালাউদ্দিন আইয়ুবী এবং মহানগর বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু।

এছাড়া উপস্থিত ছিলেন, ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি নুরুল ইসলাম, মহানগর শিবির সেক্রেটারি আহমেদ ইমতিয়াজ, জেলা শিবির সেক্রেটারি আব্দুল বাসেদ মোল্লা, জেলা শিবিরের অর্থ সম্পাদক তারিকুজ্জামানসহ ২০ দলীয় জোটের নেতার-কর্মীরা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘন্টা, মার্চ ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।