ঢাকা: সন্ত্রাসী বা অন্যান্য মামলার কোনো আসামি জামিন ছাড়া ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলে ফৌজদারি আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে সন্ত্রাসী বা নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতায় কোনো মামলার আসামি জামিন ছাড়া নির্বাচনে প্রার্থী হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত ব্যক্তি আদালত থেকে জামিন নিয়ে নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন।
তিনি বলেন, ইতোমধ্যে অনেক প্রার্থীদের পোস্টার আমরা দেখেছি, যাদের বিরুদ্ধে সন্ত্রাসী-চাঁদাবাজি কিংবা ভাড়াটে কিলার হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগ রয়েছে। তারা আদালতের জামিন না নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মনিরুল বলেন, তারা যদি জামিন নিয়ে নির্বাচনে অংশ নেন, তবুও তাদের ওপর আমাদের বাড়তি নজরদারি থাকবে।
এ বিষেয়ে ডিএমপি’র বক্তব্য খুব পরিস্কার উল্লেখ করে মনিরুল বলেন, ফৌজদারি কার্যবিধি ও নির্বাচনী বিধি-বিধান অনুযায়ী আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, আন্ডারওয়ার্ল্ডের অনেক সন্ত্রাসী যারা জেলখানায় রয়েছে, বিদেশে অথবা দেশে পলাতক রয়েছেন। এছাড়া অনেকে জামিনে আছেন। তারা যদি এ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের প্রভাব ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালান তহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানো হবে।
ডিএমপি’র এই উর্দ্ধতন কর্মকর্তা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন বৈধ কিংবা অবৈধ অস্ত্র বল (শক্তি) প্রয়োগের হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নজরদারি রাখা হচ্ছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ডিএমপি’র অভিযান অব্যাহত থাকবে।
মনিরুল ইসলাম বলেন, রাজধানী ঢাকার দু’টি সিটি কর্পোরেশনের (উত্তর-দক্ষিণ) ৯২টি ওয়ার্ডের ৪২ লাখ ভোটার যেনো সন্ত্রাসমুক্ত, অবাধ ভয়-ভীতিহীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যবস্থা করা হবে। ঢাকা মোট ১ হাজার ৯৮১টি ভোটকেন্দ্র রয়েছে। সবকটিতেই যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
তিনি বলেন, তফসিল ঘোষণা করার পর আমাদের চাকরি নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। তারা যেভাবে নির্দেশনা দেবে সেভাবে কাজ করবো। তাদের বিধি ও আইনের সমন্বয়ে কাজ করা হবে।
এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, প্রার্থী হওয়ার অধিকার সবার আছে। তবে কে প্রার্থী হবেন, কে হবেন না সেটা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। তবে জামিন ছাড়া ফৌজদারি মামলায় অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫