পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর নিশানবাড়িয়া খেয়াঘাট থেকে আটক দস্যু সন্দেহে হাসান ফকিরকে (৩০) এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (১ মার্চ) সকাল ৭টার দিকে তাকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, বৃহস্পতিবার সকালে সুন্দরবনের কাতলারখাল এলাকায় সাগর-সৈকত বাহিনীর তিন দস্যু র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। বন্দুকযুদ্ধের পর ওই বাহিনীর অপর সদস্য হাসান ফকির পাথরঘাটার খেয়াঘাট হয়ে পালানোর চেষ্টা করেন।
এ সময় শনিবার বিকেলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হাসান ফকির তার গন্তব্য পরিবর্তন করেন। সেই সময় থেকে কোস্টগার্ড তার দিকে নজর রাখে। এক পর্যায়ে রোববার সকালে বিষখালী নদী সংলগ্ন খেয়াঘাট থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, সাগরের একটি ডাকাতি মামলায় তাকে পাথরঘাটা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়েছে। ওই মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫