মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রেলওয়ে স্টেশনে পারাবত ট্রেনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও রেলওয়ে থানা পুলিশ।
রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. খোকন মিয়া (২৭) ও মো. আব্দুর রহমান (২৯)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় বলে রেলওয়ে পুলিশ জানায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সার্কেলের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটক গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
তিনি আরো জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫