ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাকিস্তানে বাংলাদেশি রাষ্ট্রদূতের মেয়াদ বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
পাকিস্তানে বাংলাদেশি রাষ্ট্রদূতের মেয়াদ বাড়লো

ঢাকা: পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সোহরাব হোসেনের চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে। এর ফলে তৃতীয়বারের মতো তার মেয়াদ বাড়লো।



বুধবার (০৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশে চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১৬ মে থেকে অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

এর আগে ২০১০ সালের ২৭ এপ্রিল চুক্তি ভিত্তিতে হাইকমিশনার হিসেবে দু’বছরের জন্য নিয়োগ পান সোহরাব হোসেন। এরপর প্রথম দফায় ২০১২ সালের ২০ মে তার চুক্তির মেয়াদ দু’বছর বাড়ানো হয়। দ্বিতীয় দফায় গত বছরের ১১ মে এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।