কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জামালপুর গ্রামের চাঁন মিয়া ও প্রতিবেশী নাজিম উদ্দিনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সকালে চাঁন মিয়ার একটি হাঁস নাজিম উদ্দিনের ঘরে ঢুকে খাবারে মুখ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিনসহ তার পক্ষের লোকজন চাঁন মিয়ার লোকজনের ওপর হামলা চালান। এসময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে চাঁন মিয়ার পক্ষের ১৩ জন ও নাজিম উদ্দিনের পক্ষের দু’জন আহত হন।
আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫