গাজীপুর: গাজীপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ে (BIPSOT) প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামরিক বেসামরিক সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয় সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত
হয়।
জাতিসংঘ মানবিক সাহায্য সমন্বয় অফিস, লজিস্টিক ক্লাস্টার, বিশ্ব খাদ্য সংস্থা ও বিপসটের যৌথ ব্যবস্থাপনায় দিনব্যাপী কর্মশালা শেষে বিপসটের কমান্ড্যান্ট মেজর জেনারেল মাকসুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের সনদ দেন।
কর্মশালায় জাতিসংঘ উন্নয়ন প্রকল্পের কান্ট্রি ডিরেক্টর পলিন টেমেসিস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামরিক বেসামরিক সংস্থাগুলোর মধ্যকার সমন্বয় বিষয়ের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরে ফলপ্রসূ ধারণা দেওয়া হয়।
এসময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫