ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পেট্রোল-বোমা

শ্বাসনালী পুড়ে স্তব্ধ মিরসরাইয়ের শাকিল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
শ্বাসনালী পুড়ে স্তব্ধ মিরসরাইয়ের শাকিল! ছবি : বাংলানিউজটোয়োন্টিফোর.কম

রাজশাহী: ‘বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদিঘি গ্রামে। বাবার নাম জসিম উদ্দিন’- এই ছিল ১৪ বছরের শিশু শাকিলের শেষ কথা।

 

 

এরপর থেকেই স্তব্ধ সে।  

 

দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে শ্বাসনালী পুড়ে গেছে তার। আর কথা বলতে পারছে না শাকিল।

 

ভর্তির তথ্য নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, একটি কাভার্ডভ্যান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মাল আনতে যাচ্ছিল চালক শিপন ও তার সহকারী শাকিল।  

 

মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে কানসাট কলাবাড়ি এলাকায় পেট্রোল-বোমায় আহত হয়ে কাভার্ডভ্যানের চালক শিপন আগেই মারা গেছে। পরে শিবগঞ্জের নুরুল ইসলাম নামে এক ব্যক্তি দগ্ধ শাকিলকে কানসাট থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দিয়ে যান।  

 

পেট্রোল-বোমায় শাকিলের দুইহাত, মুখ, পা সবই পুড়ে গেছে। ছিপছিপে দেহটা পড়ে রয়েছে বিছানায়। পাশে নেই পরিবারের কেউই।  

 

হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক আফরোজা নাজনীন জানান, পেট্রোল-বোমার আগুনে শাকিলের শ্বাসনালীসহ শরীরের শতকরা ৪০ ভাগ পুড়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।  

 

পরিবারের কেউ পাশে না থাকায় হাসপাতাল থেকেই তাকে চিকিৎসাসহ সব সুবিধা দেওয়া হচ্ছে।

 

মঙ্গলবার (০৩ মার্চ) ভোর ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল-বোমার আগুনে চালক শিপন নিহত হয় এবং দগ্ধ হয় তার সহকারী শাকিল।  

 

নিহত শিপন ভোলা জেলার বোরহান উদ্দিন থানার আব্দুল মান্নানের ছেলে। দগ্ধ শাকিলের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের ঠাকুরদিঘি গ্রামে।

 

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।