ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
বড়াইগ্রামে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।



বুধবার (০৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে সিরাজগঞ্জ সেনানিবাস থেকে একটি ট্যাঙ্ক ট্রান্সপোর্ট যশোর শহরে যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পারকোল সেতুর উপর পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা মাছভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে ট্যাঙ্কটির মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানের চালক মোমিন হোসেনের (৩২) মৃত্যু হয়।

এ সময় আহত হন পিকআপভ্যানের যাত্রী রায়হান হোসেন (২৫) ও সহকারী হাবিবুর রহমান (৫৫)।

তাদের বনপাড়ার আমেনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মাছভর্তি পিকআপভ্যানটি রাজশাহী থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল বলে পুলিশ জানায়।
 
এ দুর্ঘটনার কিছুক্ষণ পরে একই মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় গোল্ডমার্ক বিস্কুট কোম্পানির একটি কাভার্ডভ্যানে চাপা পড়ে শেফা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়। শেফা বেগম মানিকপুর গ্রামের আনছার আলীর স্ত্রী।

স্থানীয় লোকজন কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
 
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন,
হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।