ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ৪, ২০১৫
মায়ের সঙ্গে অভিমানে কিশোরীর আত্মহত্যা প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের গোহাইলকান্দি মীর বাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে রিংকু (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

বুধবার (০৪ মার্চ) দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর লাশ উদ্ধার করে।



রিংকু শহরের সেন্ট্রাল পাবলিক স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী এবং ওই এলাকার আব্দুস সামাদের কন্যা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন তালুকদার বাংলানিউজকে জানান, সকাল ১০টার দিকে জুতা কেনার জন্য রিংকু তার মায়ের কাছে ২শ’ টাকা চায়। কিন্তু মা না দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

দীর্ঘক্ষণ পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকজন ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।