বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে।
এ সময় আগুন দেখে হার্ট-অ্যাটাকে পূর্ণিমা রানী (৭০) নামে এক বৃদ্ধা মারা যান।
মঙ্গলবার (০৪ মার্চ) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার সদর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ৫/৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে- সঞ্জীব কুণ্ডু (৪২), রেঞ্জান শেখ (৩২) ও কালাচাঁদ কুণ্ডুকে (৪৫) স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে মোরেলগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থালে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়। এর আগেই বাজারের মুদি-মনোহরি, কসমেটিক্স, জুতার দোকানসহ ছোট-বড় ১৯টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশনের কর্মকর্তা খ ম আরিফুল হক বাংলানিউজকে জানান, রাস্তার ওপরে পলিথিন ও ফুটপাথ ব্যবসায়ীদের দখলে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছুতে বেগ পেতে হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানগুলোর মধ্যে রয়েছে- নিউ ভ্যারাইটি স্টোর, সিয়াম কসমেটিক্স, রংধন সু’স্টোর, ভাই ভাই কসমেটিক্স ঠাকুরের কাপড়ের দোকান, হৃদয় ক্লথ স্টোর, গৌতম শাহার মুদি দোকান, নজরুল ইসলামের মুদি দোকান, সাগর স্টোর, তপনের মুদি দোকান, সুখলাল শীলের বেকারি, স্বপন দাসের মুদি দোকান, ইদ্রিস ও মোনাসসেফের ফলের দোকান।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অন্যদিকে, বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ ই আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, মোরেলগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল হালিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫