ঢাকা: দেশে বিপুল পরিমাণ সোয়াইন ফ্লু’র ভ্যাকসিন মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার (০৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে ‘অভিবাসীদের স্বাস্থ্য নিয়ে আঞ্চলিক পরামর্শ সভা’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের যেকোনো দুযোর্গ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এক হাজারেরও বেশি লোক মারা গেছে। আমাদের দেশে এ রোগ কারও হবে না এটি বলা ভুল হবে।
‘কিন্তু এতে কারও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সোয়াইন ফ্লু নিরাময়ে যেসব ভ্যাকসিন প্রয়োজন তা মজুদ আছে,’—বলেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫